|
---|
এম এস ইসলাম,বর্ধমান : প্রথমবারের মত পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেল এর ব্যানারে রক্তদান শিবির করে ইতিহাস সৃষ্টি করলেন আশরাফুদ্দিন বাবু । শিবিরে ১ হাজারের বেশি মানুষ রক্ত দান করেন। এই রক্তদান শিবির কে উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা সম্পা ধারা , বিডিএর চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ মালিক, মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান তৃণমূল মহিলা সভানেত্রি শিখা দত্ত সেনগুপ্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ উত্তম সেনগুপ্ত, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখার্জি, সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন,রায়না ওয়ান তৃণমূল সভাপতি বামদেব মন্ডল ,বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোনার সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তিত্ব। পূর্ব বর্ধমান বিভিন্ন ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্বে এই রক্তদান শিবিরে শয়ে শয়ে রক্তদাতা উপস্থিত হয়। পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন বাবু বলেন সারা বছর ধরেই তারা মানুষের পাশে থাকেন রক্ত এবং চিকিৎসা বিষয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। ৫০০০০ এর বেশি রক্তের লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগিয়ে চলেছেন। এই ডেঙ্গুর সময় প্লেটলেটের খুবই প্রয়োজন। এটা মাথায় রেখে এত বড় রক্তদান শিবির। আশরাফ উদ্দিন বাবু বলেন সবাই তার প্রশংসা করলেও একটা টিম গেম হিসাবে এই কাজ করেছেন। বিভিন্ন ব্লকের নেতৃত্ব এটাকে সফল করতে বিশেষ ভাবে সক্রিয় ছিলেন। পূর্ব বর্ধমানের সমাজসেবা রক্তদান শিবির চিকিৎসা পরিষেবা দেওয়ার উজ্জ্বল নক্ষত্র আশরাফ উদ্দিন বাবু। পূর্ব বর্ধমান জুড়ে আশরাফুদ্দিন বাবুর নেতৃত্বে রক্তদানে বিপ্লব তৈরী হয়েছে ।এতদিন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে রক্তদান শিবির আয়োজন করেছিলেন এবার তৃণমূল সংখ্যালঘু সেলের ব্যানারে প্রথমবার রক্তদান শিবির করে নজির সৃষ্টি করলেন ।