|
---|
এমডি সালমান হেলাল : রক্তের আকাল মেটাতে মানবিক উদ্যোগ নিলো ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ছাত্র সংসদ।প্রতি বছরের মতো এ বছরও ছাত্র সংসদের প্রচেষ্টায় অনুষ্ঠিত হল রক্ত দান শিবির যেখানে প্রায় ৭৭জন হবু ডাক্তার ও দন্ত চিকিৎসক রক্ত দান করেন। বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু মেলেরিয়ার মতো সমস্যা যে ভাবে বেড়ে চলেছে,তার সঙ্গে মোকাবেলা করতেই তাদের এই প্রচেষ্টা!