|
---|
লুতুব আলি, বর্ধমান, ২২ সেপ্টেম্বর : বর্ধমান শহরের বালাজি হাউসিং কমপ্লেক্সের আবাসনের দুর্গা পুজোর সূচনা হল স্বেচ্ছায় রক্তদান অমৃত মহোৎসবের মাধ্যমে। বালাজি হাউসিং কমিউনিটি হলে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এই আবাসনের পূজো এবার সপ্তম বর্ষে পদার্পণ করল। রক্ত সংকটের মোকাবিলা করতে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার প্রাক্কালে বালাজি হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা মহান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করায় এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। ক্যামরি ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতা তাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে দেখা যায়। এই আবাসনের বাসিন্দারা যেকোনো ধরনের অনুষ্ঠান করলে বৃক্ষ শিশুকে উপহারস্বরূপ সকলের হাতে তুলে দেন। এদিন ও তার ব্যতিক্রম হয়নি। সকল রক্ত দাদাদের হাতে টিফিন ও লাঞ্চের বিরিয়ানি প্যাকেটের সঙ্গে একটি করে বৃক্ষ শিশু উপহারস্বরূপ তুলে দেয়া হয়। বালাজি হাউসিং কমপ্লেক্সের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক চঞ্চল সেন জানান, সবুজয়ানের বার্তা দিতেই গাছ বিতরণ করা এখানকার ঐতিহ্য। শারদীয়া দুর্গা পুজোয় এবারের থিম থাকছে বৃক্ষরোপণ, জল ধরো, জল ভরো, প্লাস্টিক বর্জনের মতো নানান দিক গুলি। বালাজি কমপ্লেক্সের প্রাণপুরুষ বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ঘর বলেন, এখানকার কমপ্লেক্সের আবাসিকেরা প্রতিবছরই নতুন নতুন ভাবনা নিয়ে দুর্গা পুজোতে থিম হিসেবে নিবেদন করেন তা লোকশিক্ষার পরিচয় বহন করে। অনুষ্ঠানের সকলকে অভ্যর্থনা জ্ঞাপন করেন এখানকার সভাপতি সুমন চৌধুরী, সম্পাদ ক সুমিত কুমার দে, ট্রেজারার বরেন বাবু, পার্থ মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী, শিক্ষারত্ন প্রাপক বর্ধমান আদর্শ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবীর কুমার দে তাঁরাও এখানকার উদ্যোগের অভিনবত্ব দেখে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্ধমান শাখার চিফ ম্যানেজার, বর্ধমান ব্লাড ডোনার ফোরাম, বর্ধমান সাইক্লিং ক্লাব, আবাসনের আবাসিকগণ ছাড়াও বর্ধমান শহরের অনেক গুণী ব্যক্তিত্ব। অনুষ্ঠান পরিচালনা করেন চঞ্চল সেন, ড. রিতেশ বিশ্বাস, সব্যসাচী দাস প্রমুখ।