রক্তদান শিবির ও বৃক্ষবিলি

সংবাদদাতা : বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির এবং বৃক্ষবিলি নতুন জীবন শুরুর দিনটাকে স্মরণীয় করে রাখতে যাকজমকপূর্ণ অনুষ্ঠান বা হৈ হুল্লোড় করে না কাটিয়ে জীবন বাঁচানোর শপথ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিল পূর্ব বর্ধমানের দম্পতি আবু আজাদ এবং রেশমা খাতুন। সঙ্গে ছিল পরিবেশ বাঁচানোর ডাক, বৃক্ষবিলি ইত্যাদি।