|
---|
নুরউদ্দিন : ঢোলাহাট : সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে ঢোলাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, পাশাপাশি বস্ত্র বিতরণ ও দূর্গা পূজার সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার দিন দক্ষিণ ২৪ পরগনার ঢোলা থানার অনুষ্ঠান থেকে ৫৬ টি পূজা কমিটির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।থ্যালাসিমিয়া রোগীদের রক্তর সংকট মেটাতে রক্তদান শিবিরে প্রায় ৩০০ জন রক্তদাতা রক্ত দান করেন। প্রতিটি রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, ৪টি বিধানসভার বিধায়ক, জয়দেব হালদার, মন্টু রাম পাখিরা, যোগরঞ্জন হালদার, সমীর জানা,ডিএসপি মন্দির বাজার,ঢোলা থানার ভারপ্রাপ্ত অফিসার মানষ চ্যাটার্জি সহ বিশিষ্ট পথ আধিকারিক ব্যক্তিরা। এদিন ঢোলা থানার আইসি মানষ চ্যাটার্জি তিনি মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে তিনি নিজেই রক্ত দিলেন।এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন,সুন্দরবন পুলিশ জেলার তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন,এবং দুর্গা পুজো কমিটিদের হাতে রাজ্য সরকারের অনুদান ৮৫ হাজার টাকার চেক ৫৬ টি পূজা কমিটির হাতে তুলে দেওয়া হলো, তিনি বলেন রক্ত কোথাও তৈরি করা যায় না,মানবদেহের রক্ত মুর্মুর্স রোগীদের প্রাণ বাঁচাতে পারে, যারা রক্ত জনিত রোগে আক্রান্ত তাদের নিয়মত রক্তের প্রয়োজন,বছরের এই সময় রক্তের সংকট দেখা যায়,সে কারণে রক্তদান শিবিরের আয়োজন করে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। পাশাপাশি এই এলাকার ১০০ জন দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে।