|
---|
লুতুব আলি, বর্ধমান, ১ নভেম্বর : বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ২ নং ব্লকের হাট গোবিন্দপুরে রক্তদানের মধ্য দিয়ে পালিত হল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। উদ্যোক্তা বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। রক্তপাতের মধ্য দিয়েই প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শহীদ হন। শ্রীমতি গান্ধীর মর্মান্তিক হত্যার পর থেকেই পরমেশ্বর কোনার তাঁকে বিশেষভাবে স্মরণ করে আসছেন। পরমেশ্বর কোনার বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পর রক্তদানের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করলেন। পরমেশ্বর বাবু বলেন, প্রত্যেক বছর তাঁর জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনসাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন, রক্তদান জনসেবার এক অন্যতম অঙ্গ। দেশের জন্য সেবা করতে গিয়ে শ্রীমতি গান্ধীকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করা হয়। এই মহতী উদ্যোগের মধ্য দিয়েই বিশ্ববন্দিত প্রধানমন্ত্রীর জন্মদিনটিকে পালন করা হল। রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল রক্ত সংগ্রহ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ২নং ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব ও কর্মীরা।