|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ৫ই জুন রবিবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রক্তের সঙ্কট মেটাতে রক্ত দান শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘আমরা করবো রক্তদান’’ সুতির নয়াগ্রাম ওয়াই. এম. হাই স্কুলে এদিনের শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৫৯ জন রক্তদানে এগিয়ে আসেন। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে প্রত্যেক রক্তদাতাদের হাতে মিশন গ্রীন ইউনিভার্স এর পক্ষ থেকে একটি করে গাছ উপহার দেওয়া হয় এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও এই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়।এদিন শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান তিনি এই সংগঠনের সাফল্য কামনা করেন পাশাপাশি সংগঠনের প্রতি যথেষ্ট সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন। রক্তদান শিবিরে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বীরভূমের কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ। এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের স্মারক ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।