|
---|
লু তুব আলি : রক্তের সংকট মেটাতে রক্ত দিলেন কাটোয়ার শিক্ষকরা। দেড় মাস গরমের ছুটি কে সদ্ব্যবহার করলেন কাটোয়ার শিক্ষককূল। ১১ জুন কাটোয়া ১নং ব্লকের কোসিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোসিগ্রাম খাঁয়ের হাটে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখা। এই শিবিরে সহযোগিতা করে কোসিগ্রাম গ্রাম পঞ্চায়েত। রক্তদান শিবিরের উদ্বোধন করেন কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শেখ শাহানেওয়াজ। রক্তদান শিবিরের প্রাক্কালে রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত ভাষণ দেন এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা ও ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইসরাইল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের জন স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বলেন, গরমের তীব্র দাবদাহে রক্তের সংকট দেখা দিয়েছে। শিক্ষকদের সংগঠনটি রক্তের জোগানে যে মহতী উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান ও বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ড. দেবাশীষ নাগ ও এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন। বিধায়ক শেখ শাহানেওয়াজ যেকোনো জনসেবামূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন। এক সাক্ষাৎকারে শেখ ইসরাইল বলেন, কাটোয়া এলাকায় এই রক্তদান শিবির টি উৎসবে পরিণত হয়েছে। কাটোয়া সাব ডিভিশনের সবথেকে একটি বড় মাপের রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদানে শিক্ষকদের সঙ্গে গ্রামবাসীরাও অংশগ্রহণ করেন। ইসরাইল সাহেব আরও বলেন, পুরো গরমের ছুটি টায় এই রক্তদান শিবির কে অনুষ্ঠিত করতে প্রস্তুতি হিসেবে লেগে গেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শেখ মোঃ আবু বক্কর, জেলা পরিষদের অধ্যক্ষ তরুণ কুমার মুখার্জি, কোসিগ্রাম পঞ্চায়েত প্রধান মাফুজা খাতুন, বিশিষ্ট সমাজসেবী বদরী বিশাল মন্ডল, কোসিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু চ্যাটার্জী। এই রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতাল। নেতৃত্ব দেন ডা. বাণীব্রত আচার্য। উল্লেখ্য খাঁয়ে র হাট, রাজুয়া, চূরপুনি, বাউরো, ন নগর, যতীন পুর, কোসিগ্রাম এর মানুষেরা রক্তদান শিবিরে অংশ নেন। শিবিরে সংগঠনের জেলা স্তরে নেতৃত্ব জুলহাস শেখ, বিদ্যুৎ ঘোষ, জসিম শেখ, শ্রীধর ব্যানার্জি ছাড়াও গ্রামবাসীদের মধ্যে বজু শেখ, অমল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। রক্তদান শিবির এর শেষে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।