|
---|
সংবাদদাতা : সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় সাগরদিঘী সুপার স্পেশালিটি হসপিটালে রক্ত অল্পতা নিয়ে ভর্তি হওয়া রোগী পোপাড়া গ্রামের সুহানা পরভিন এর রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মোরগ্রাম,বেলখরিয়া গ্রামের মাসুদ আলি নামে এক পুলিশ কর্মী । তিনি ট্রাস্টের সদস্য মিঠুন দাসের উপস্থিতি রক্তদান করেন। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস প্রথমেই রক্তদাতাকে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি বলেন” প্রতিনিয়ত রক্তের যোগান দেওয়ার পরেও রক্তের এত চাহিদা যে সব সময় ব্লাড ব্যাংক শূন্য অবস্থাতেই থাকছে যার ফলে রোগীর পরিবারদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই তিনি সকলকে অনুরোধ করেন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য।