|
---|
বাউজিদ মন্ডল, উস্থী:- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৯শে আগস্ট সোমবার গান্ধী মূর্তি পাদদেশে যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ উপলক্ষে শিরাকল মহাবিদ্যালয়ের কনভেনর আব্দুল রহিম মোল্লার উদ্যোগে। মগরাহাট পশ্চিম তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় ও শিরাকল মহাবিদ্যালয় এর তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শিরাকল মহাবিদ্যালয়ের কনভেনর আ: রহিম মোল্লার নেতৃত্বে শিরাকল মহাবিদ্যালয়ের সকল তৃনমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রী দের সঙ্গে নিয়ে কলকাতায় উপস্থিত হয়েছিলেন।সমাবেশে যাওয়ার আগে শিরাকল মহাবিদ্যালয়ে পতাকা উত্তোলন ও সকল ছাত্র ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা করেন শিরাকল মহাবিদ্যালয়ের কনভেনর আ: রহিম মোল্লা।