শান্তি নিরিবিলিতে কাটানোর ঠিকানা রাম ধূরা

নিজস্ব সংবাদদাতা :গোটা রাজ্যের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, সব থেকে খারাপ অবস্থা দক্ষিণবঙ্গে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা পারদ ৪০ প্লাস চলছে। এরকম পরিস্থিতিতে অনেকেই একটু শান্তির জন্য পাড়ি দিচ্ছেন দার্জিলিং। তবে দার্জিলিং এ এখন লোকের অরণ্য। তাই যারা নিরিবিলিত সময় কাটাতে চান, তাদের জন্য অন্যতম ডেস্টিনেশন কালিংপং এর রামধুরা। ধুরা শব্দের অর্থ গ্রাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ অপূর্ব, একেবারে শান্ত নিরিবিলি ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম। রয়েছে পাইনের জঙ্গল, তিস্তা নদী। অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। নিরিবিলিতে কয়েকদিন থাকার অন্যতম সেরা জায়গা। খুব সহজেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে চলে যাওয়া যাবে কালিম্পং, এছাড়া শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকেও শেয়ারে গাড়ি করে কালিংপং যাওয়া যায়। কালিম্পং থেকে রামধরা দূরত্ব খুব একটা বেশি নয় , ১৫ কিলোমিটার।