রাম নবমীর মিছিল থেকে আক্রান্ত সংখ্যালঘু এলাকাগুলি পরিদর্শনের ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালো যুব ফেডারেশন

সংবাদদাতা : রাম নবমীর মিছিল থেকে আক্রমণ করা হয়েছে যে সমস্ত মুসলিম এলাকায়, সেগুলি পরিদর্শন করে তাদের ক্ষতিপূরণের সুপারিশ পত্র রাজ্য সরকারকে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের কাছে আবেদন জানালো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। মঙ্গলবার সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান সংখ্যালঘু কমিশনের সচিব সাকিল আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পত্র পেশ করেন। তিনি কমিশনের সচিব শাকিল আক্তারকে বলেন সংখ্যালঘু মুসলিম সমাজ আতঙ্কিত। আসন্ন হনুমান জয়ন্তী পালনের নামে আবার যেন দুষ্কৃতিকারীরা নিরীহ মানুষের উপরে আক্রমণ না করতে পারে প্রশাসন এবং সরকারকে সংখ্যালঘুদের জান, মাল ও ধর্মীয় স্থানের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলিকে সরকারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সংখ্যালঘু কমিশনের দায়িত্বশীলরা কেন স্বত প্রণোদিতভাবে আক্রান্ত এলাকা পরিদর্শনে যাননি তাও কমিশনের সচিবের কাছে জানতে চান মুহাম্মদ কামরুজ্জামান। কমিশনের সচিব শাকিল আহমেদ সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধিদের আশ্বস্ত করেন তারা লিখিত দাবি পত্র হাতে নিয়ে এলাকা পরিদর্শনের বিষয়ে বিবেচনা করবেন।