|
---|
নতুন গতি নিউজ ডেক্স:: সারা দেশ জুড়েই রামের জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। ভারত তথা এই রাজ্যেও বিশাল শোভাযাত্রা দেখা গেছে। কোথাও অস্ত্র হাতে রাজনৈতিক স্লোগান দিতে আবার কোথাও সম্প্রীতির বার্তা দিতে।
বৃহস্পতিবার সকাল থেকেই বীরভূম জেলার রামপুরহাট শহরে রাম নবমীর দিন রামের রথ সহ শোভাযাত্রা বের হয়। সেখানে দেখা যায় রামের রথের যিনি চালক তিনি এক সংখ্যালঘু শেখ শাহাবুদ্দিন ও যিনি রাম সেজে আসনে বসে আছে তিনি তারিকুল ইসলাম। সারা বাংলায় এমন অনন্য নজির সৃষ্টি করলো রামপুরহাট। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন 2014 সালের আগে আমরা সবাই ভারতীয় ছিলাম কিন্তু 2014 সালে বিজেপি আসার পরই হিন্দু মুসলিম রাজনীতি চরম আকার ধারণ করে। রামের নামে যারা জঘন্য রাজনীতি করে তাদের ভারত বাসি যোগ্য জবাব দিবে।