রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আয়োজিত সাংস্কৃতিক ও ধর্মানুষ্ঠান জয়রাম বাটীতে

আর এ মণ্ডল :  বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের জয়রাম বাটী শাখা “রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ” কর্তৃক আয়োজিত ২০ ও ২১ জানুয়ারি ২০২৫-এ যথাক্রমে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ’বছরও ‘নর-নারায়ণ মন্দির’ প্রাঙ্গণে যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মোৎসব সাড়ম্বরে পালিত হলো। সোমবার ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আন্তঃ বিদ্যালয় অঙ্কন, ক্যুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা,ভক্তি গীতি,ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও যোগ ব্যায়াম ইত্যাদি।
দ্বিতীয় দিনে প্রাতঃকালীন প্রার্থনা,শোভা যাত্রার পর বেলা ১১টায় শুরু হয় ধর্ম সভা। প্রারম্ভিক বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি স্বামী অনন্তানন্দ,বিশিষ্ট ব্যক্তি অঞ্জন চক্রবর্তী বিবেকানন্দের ছেলেবেলা সহ আদর্শ নিয়ে কথা বলেন। অতঃপর বিশেষ অতিথি বাঁকুড়া জেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম স্বামী বিবেকানন্দের বাল্যকাল এবং তাঁর আদর্শ ভিত্তিক জীবনী সহ দ্বীন ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্ব শ্রেষ্ঠ প্রচারক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ ভিত্তিক জীবনাদর্শ বিষয়ের উপর এক চমৎকার সুন্দর বিশ্লেষণ মূলক আলোচনা করেন। সর্ব ধর্মের সমন্বয়কারী এই বক্তব্যে উপস্থিত জ্ঞানী গুণী প্রজ্ঞাশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে ছাত্র ছাত্রীদের মধ্যেও আবেগ আপ্লুত হওয়ার উচ্ছ্বসিত প্রভাব সবার নজর কাড়ে। পরিশেষে মিশনের সম্পাদক স্বামী প্রবুদ্ধানন্দজীর ভাষণ অন্তরের অন্তস্থলে স্থান করে নেয়।
ঐ দিনই প্রায় একশত দুঃস্থ নারী-পুরুষের হাতে শীত বস্ত্র তুলে দেয়া হয়। শেষে ছিল সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মিশন কর্তৃপক্ষ এবং সহযোগিতায় স্থানীয় মানুষ।
ছবি-