করোনা সংক্রমনের জেরে এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ

মালদা :- করোনা সংক্রমনের জেরে এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ। তবে তিন দিনব্যাপী নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে পূজো। সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো প্রশাসনিকভাবে। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সচিব দেবজিত বোস, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য চৈতন্যদেবের পীঠস্থান রামকেলি ধামে দেশ-বিদেশ থেকে আসা সাধুসন্তদের জমায়েত হয়ে থাকতো। উত্তর পূর্ব ভারতের একমাত্র মাতৃ পিন্ডদানের জায়গা বলতে রয়েছে রামকেলি ধাম। কিন্তু এবারে সব রকম জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন । ১৫ জুন থেকে রামকেলি ধামে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধা গোবিন্দ মদনমোহনের বার্ষিক উৎসব শুরু হয়। সাতদিন ধরে চল পূজাপাঠ এবং উৎসব। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র গৌড় যাওয়ার পথেই রয়েছে রামকেলি ধাম। যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পদচিহ্ন রয়েছে। গড়ে উঠেছে এই পদচিহ্নকে ঘিরে মন্দির । রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশাল একটি মূর্তিও । পাশাপাশি সেখানেই অবস্থিত রয়েছে রাধাগোবিন্দ মদনমোহন বিগ্রহ । যাকে ঘিরে প্রতিবছর জুন মাসের ১৫ তারিখ থেকে শুরু হয় উৎসব । কিন্তু করোণা সংক্রমণে এবং লকডাউন পরিস্থিতিতে এবছ মেলা বন্ধ। তবে মেলা বন্ধ থাকলেও আগামীকাল থেকে তিন দিনের জন্য ছোটখাটো ভাবে পূজিত হবেন এখানে শ্রীচৈতন্যদেব এবং রাধাগোবিন্দ ও মদন মোহনের বিগ্রহ।

    কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে রামকেলিতে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। সেখানে একটি গাছের তলায় দীর্ঘক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভু । সেই গাছকে ঘিরেই মহাপ্রভুর বেদি তৈরি করা হয়েছে। এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পদচিহ্নকে ঘিরে তৈরি হয়েছে মন্দির। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এখানে এসেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তাদের উদ্যোগে গড়ে উঠেছিল মদন মোহনের বিগ্রহের মন্দির।