স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো র‌্যাম্প শো*

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর:দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো জেলা পরিষদ প্রেক্ষাগৃহে।মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো এক ভিন্ন আঙ্গিকের র‌্যাম্প শো।  দক্ষিণবঙ্গের অন্যতম সেরা ড্রেস ডিজাইনার সংস্থা রিয়াজ ও মেঘনা এন্টারপ্রাইজের যৌথ প্রযোজনায় মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো র‌্যাম্প শো “বন্দে-র‌্যাম্প’। এই শো-এর ফটো ও ভিডিওগ্রাফি পার্টনার হিসেবে ছিল পিকোবা।

     

    দেশের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, হস্তশিল্প, খাদ্য, ঐতিহ্য মণ্ডিত স্থান, ইতিহাস ও বিশেষ বিশেষ পোশাকের কথা,এই ভিন্ন আঙ্গিকের র‌্যাম্প শো-এর মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজকদের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান রিয়াজের কর্ণাধার দেবযানী ঘোষ ।

     

    এদিনের অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন দেবযানী ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, অভিজিৎ দাস,মহুয়া ঘোষ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মেদিনীপুর ও খড়্গপুরের স্থানীয় কলাকুশলীরাই অংশ নেন।শো এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় বাংলা। নিসর্গ নির্যাস ও সোমদত্তা রায় গোটা অনুষ্ঠানের সুন্দর একটি স্ক্রিপ্ট রচনা করেন।ড্যান্স কোরিওগ্রাফি পার্টনার ছিল সোল বীটস্ ডান্স একাডেমী।শো-এর আবহ রচনা করেন সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা। সুললিত কন্ঠে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোম চক্রবর্তী ও অখিলবন্ধু মহাপাত্র। এদিন অনুষ্ঠান দেখতে আসা রোশেনারা খান, তাপস সিনহা,জয়ন্ত মন্ডল,সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাসরা রিয়াজের এই আয়োজন দেখে অভিভূত। উপস্থিত সকলেই অনুষ্ঠানের প্রশংসা করেছেন।