|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে এক ভিন্ন আঙ্গিকের র্যাম্প শো। দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষ্যে দক্ষিণবঙ্গের অন্যতম সেরা ড্রেস ডিজাইনার সংস্থা রিয়াজ ও মেঘনা এন্টারপ্রাইজের যৌথ প্রযোজনায় মেদিনীপুর শহরে আয়োজিত হতে চলেছে র্যাম্প শো “বন্দে-র্যাম্প’। এই শো-এর ফটো ও ভিডিওগ্রাফি পার্টনার হিসেবে রয়েছে পিকোবা।দেশের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, হস্তশিল্প, খাদ্য, ঐতিহ্য মণ্ডিত স্থান, ইতিহাস ও বিশেষ বিশেষ পোশাকের কথা,এই ভিন্ন আঙ্গিকের র্যাম্প শো-এর মাধ্যমে তুলে ধরা হবে। আগামী ২৯ আগস্ট, রবিবার বিকেল চার টায় মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুক্রবার দুপুরে এক ঘরোয়া সাংবাদিক বৈঠক করে আয়োজকদের পক্ষ থেকে একথা জানান দেবযানী ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, অভিজিৎ দাস প্রমুখ।এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত অন্যান্য সকলেও উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই অনুষ্ঠানে মেদিনীপুর ও খড়্গপুরের স্থানীয় কলাকুশলীরাই অংশ নেবেন। আয়োজকদের আশা তাঁদের এই শো দর্শকদের ভালো লাগবে।