রামপুরহাট মেডিক্যাল কলেজের ব্লাড ব‍্যাঙ্ক এ রোজার ইফতার সেরে দুই যুবক রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন দুজন মানুষের

রামপুরহাট মেডিক্যাল কলেজের ব্লাড ব‍্যাঙ্ক এ রোজার ইফতার সেরে দুই যুবক রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন দুজন মানুষের

    নতুন গতি নিউজ ডেস্ক :এসো গড়ে তুলি রক্তের বন্ধন দেশে চলছে করোনা মহামারী, তার উপর লক ডাউন।সঙ্গে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস চলছে।এই অবস্থায় রাজ‍্যের ব্লাড ব‍্যাঙ্ক গুলো রক্তের অভাবে ধুকছে।এমনি অবস্থায় বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজের ব্লাড ব‍্যাঙ্ক এ রোজার ইফতার সেরে দুই যুবক রক্ত দিয়ে দুটি প্রান বাচালেন।একজন হলেন মেহবুব হক অপরজন সামসাদ হোসেন।সামসাদ হোসেন রক্ত দিলো ক‍্যানসার আক্রান্ত সবিতা দাসকে ।

    আর মেহবুব হক রক্ত দেন মহিয়ারাম হোসেন কে।সামসাদ হোসেনের রক্তের গ্রুপ A positive আর মেহবুব হকের O positive ,মেহবুব হক এবং সামসাদ হোসেন দুজনেই বীরভূমের নিন্দা ও প্রতিবাদ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় কর্মী।যেখানে দেশে আজ সাম্প্রদায়িক দাঙ্গা চলছে সেখানে সামসাদের মতো একজন মুসলিম রোজাদার ছেলে ক‍্যানসার আক্রান্ত সবিতা দাসের মতো একজন হিন্দু মহিলা কে রক্ত দিচ্ছে এটা একটা খুবই ভালো দিক। আবারো মেহবুব এবং সামসাদ প্রমাণ করলো রক্তের কোন জাতপাত হয়না।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।