|
---|
আজিম শেখ,নতুন গতি,রামপুরহাট :-বেপরোয়া ট্রাক্টরের গতির বলি হলো আড়াই বছরের শিশুর । ট্রাক্টরে পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো শিশুটির । পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট শ্রীফলা রাস্তায় SDPO অফিসের কাছে ।মৃত শিশুটির নাম তারক বিশ্বাস(২) স্থানীয় বাসিন্দাদের দাবী ট্রাক্টরটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল । সেই সময় শিশুটি রাস্তায় চলে আসে ।ট্রাক্টরটি নিয়ন্ত্রন করতে না পেরে শিশুটিকে চাপা দিয়ে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির । মৃত শিশুটিকে ময়না তদন্তের জন্য রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাক্টর ও তার চালককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ ।