|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে আজ সোমবার রামপুরহাট এসডিপিও অফিস অভিযানের ডাক দেওয়া হয়।
সেই পরিপ্রেক্ষিতে উভয় সংগঠনের পতাকা ব্যানার সহযোগে রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে মিছিল পরিক্রমা করে এসডিপিও অফিসের সামনে জমায়েত হয় মিছিলটি।
কয়েক দফা দাবির ভিত্তিতে তাদের এই এসডিপিও অফিস অভিযান কর্মসূচি বলে সংগঠন সূত্রে জানা যায়।
এদিন দাবিগুলোর মধ্যে তুলে ধরা হয় যে, মাড়গ্রাম থানার বর্তমান ওসি তৃণমূল নেতার ভূমিকা পালন করছে।
দল দাসত্ব থেকে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে মজুত বোমা, বিস্ফোরক ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার দাবি তোলা হয়।
আজকের এই এস ডি পি ও অফিস অভিযান ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ প্রমুখ নেতৃত্ব।