|
---|
সাগরদিঘী, রহমতুল্লাহ : শুক্রবার থেকেই শুরু পবিত্র মাহে রমজান মাস, বিশেষ করে রমজান মাসেই রক্তের ঘাটতি দেখা যায়। আর এই সংকট মেটাতে অভিনব উদ্যোগ নিলো সাগরদিঘী দুই স্বেচ্ছাসেবী সংগঠন। সাগরদিঘী তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং নবগঠিত মোড়গ্রাম সর্বজনীন উন্নয়ন সংঘ। সাগরদিঘীর মোড়গ্রাম মিলন মেলা উৎসবে এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন মোড়গ্রামে প্রথম রক্তদান শিবিরে বহু মানুষকে শিবিরে রক্তদান করতে দেখা যায়। মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭৫জোন রক্তদান করেন। মোরগ্রামে এই প্রথম রক্তদান শিবির হতে দেখে গ্রামবাসীরা সাধুবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবীদের।