রমজান মাসে অভিনব সাহারি অনুষ্ঠান সাগরদিঘীর কাবিলপুরে।

রহমতুল্লাহ, সাগরদিঘী : চলছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে এক অভিনব মানবিক চিত্র দেখা গেলো, মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরে, সাহারী অনুষ্ঠান, সাহারী হচ্ছে,রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে মূলত যে খাবার টি খাওয়া হয়, তাকে ইসলামীক পরি ভাষায় সাহারি বলা হয়।আর এই প্ৰথম সাহারী অনুষ্ঠান এর আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব নাজিমুদ্দিন সাহেব।নাজিমুদ্দিন সাহেব এর বিশেষ সহযোগিতায় এবং কাবিলপুর আদর্শ শিশুশিক্ষা মিশনের প্রধান শিক্ষক মোঃ জাইসুদ্দিন এর পরিচালনায়। এদিনের সাহারী অনুষ্ঠানে প্রায় ৩হাজার পুরুষ এবং মহিলারা সামিল হন। যা এর আগে কখন দেখা জায়নী।অন্যদিকে কাবিলপুর গ্রামবাসী মনিরুজ্জামান বলেন সাধারনত রমজান মাসে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল দেখা জায়। কিন্তু এই ধরনের অভিনব সাহারী অনুষ্ঠান যেখানে ৩ হাজার মানুষ এর উপস্থিতি, এটি সত্যি বিরল, অভিনব এবং ঐতিহাসিক বলে মনে করছি ।

    এদিনের এই সুন্দর ব্যবস্থাপনা কে সাধুবাদ জানিয়েছেন কাবিলপুর গ্রামবাসী।