|
---|
আজিজুর রহমান : গলসির পুরসা হাসপাতাল সংলগ্ন বক্সির বাঁধের দূঃস্থ পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হল। এদিন ওই এলাকার চল্লিশটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন। তিনি বলেন, সম্প্রীতির বার্তা দিতে রিয়া রুবির উদ্যোগে রমজান শুরুর পূর্ব তারা রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন। আজ পূর্ব বর্ধমানের গলসি এলাকার বিতরণ কর্মসূচি ছিল। এদিন হিন্দু -মুসলিম সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে ওই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। যাতে দুস্থ পরিবার গুলির কয়েকদিন চলে যাবে। সম্প্রীতির এমন মেলবন্ধনে খুশী এলাকার মানুষ। রিয়ারুবি বলেন, আমাদের দেশ সম্প্রীতির দেশ। যেখানে কোন ভেদাভেদ নেই। আমাদের পুজোর সময় বহু মুসলিম ভাই সহযোগিতা করেন। তাই রমজান মাসে তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। তার দাবী, এই রকম ছোটো ছোটো কাজের মধ্য দিয়ে সমাজের মানুষের জন্য সকলের কাজ করা উচিত। তিনি ছোটো ছোটো করেই শুরু করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি জেলায় তার ওই খাদ্য সামগ্রী পৌছে গেছে। এদিনের তার এমন কাজের প্রসংশা করেন সকলে।