|
---|
নিজস্ব প্রতিবেদক,নতুন গতি নদীয়া; রানাঘাট পুরসভার নতুন মুখ্য প্রশাসকের দায়িত্ব পেলেন কোশলদেব বন্দ্যোপাধ্যায় । পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর কয়েক মাস ধরেই রানাঘাট পুরসভা প্রসাশকমন্ডলী দ্বারা পরিচালনাধীন। মুখ্য প্রশাসকের দায়িত্বে ছিলেন পার্থসারথি চট্টোপাধ্যায় । প্রসাশক বোর্ডে রয়েছেন কোশল দেব বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজয় প্রসাদ মল্লিক ,পবিত্র কুমার ব্রম্ভ, অসিত দত্ত । যদিও গত ২৭ জানুয়ারি হঠাৎই মুখ্য প্রশাসকের পদ ইস্তফা দেন পার্থসারথি চট্টোপাধ্যায় । ফলে ফাঁকা হয়ে গিয়েছিল মুখ্য প্রশাসকের পদ । উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটছিল । সোমবার প্রশাসক বোর্ডের সদস্যরা বসে কোশল দেব বন্দ্যোপাধ্যায়কে নতুন মুখ্য প্রশাসক হিসাবে নির্বাচিত করেন । যদিও এদিন প্রসাশক বোর্ডের মিটিংয়ে হাজির হননি পবিত্র কুমার ব্রম্ভ । দায়িত্ব পাওয়ার পর কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’ আমার দায়িত্বভার বাড়ল । রানাঘাটের আরও ভালো উন্নয়নের জন্য আমরা একটা উন্নয়নের রূপরেখা তৈরি করব । প্রসাশক বোর্ডের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আমি কাজ করবো ।’