|
---|
নিজস্ব সংবাদদাতা : জেলার রানাঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি বহুতল থেকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঝাঁপ দেয়। তারপর তার মৃত্যু হয়৷ ঘটনাটি ঘটে চলতি মাসের চার তারিখে৷ তদন্তে নেমে দু’দিনের মাথায় একজনকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনার দিন হঠাৎ বিকট শব্দ পান প্রতিবেশীরা৷ ছুটে আসেন ঘটনাস্থলে। এবং দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবতী। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি আহত যুবতীকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে,মৃত ওই ছাত্রীর সঙ্গে সৌরভ সাহা নামে একটি ছেলের সম্পর্ক ছিল। এরপর মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ছাত্রীর প্রেমিক সৌরভ সাহার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রানাঘাট থানায়। অভিযোগের ভিত্তিতে রানাঘাট থানার পুলিশ অভিযুক্ত সৌরভ সাহাকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলে। বিচারক ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত সৌরভ সাহার কাকা বলেন, \”মেয়েটি মারা গিয়েছে তা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুলিশ তদন্ত করছে, তবে ছেলেটি যে নির্দোষ তা পাড়ায় খোঁজ খবর নিলেই জানতে পারা যাবে। তবে কি কারণে মেয়েটি আত্মঘাতী হলো তার সঠিক তদন্ত করে দেখা উচিত।আমার ভাইপোর সাথে মেয়েটির সম্পর্ক ছিল যা ওই তরুণী মা-বাবাও জানতেন। তবে সঠিক তদন্তের আসল কারণ বেরিয়ে আসবে৷\” প্রসঙ্গত, একের পর এক বেড়েই চলেছে প্রণয়ঘটিত সম্পর্কের জেরে তরুণ-তরুণীদের মৃত্যু। এই সমস্ত ঘটনায় লাগাম টানতে নতুন প্রজন্মের অভিভাবকদের হওয়া উচিত তাদের ছেলেমেয়েদের প্রতি সচেতন, এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট নাগরিকেরা।