রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দারের সাংবাদিক সম্মেলন

এমডি সালমান হেলাল : পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যজুড়ে ‘দিদির সুরক্ষা কবচ’ নামে নতুন কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রচার কর্মসূচীর অংশ হিসাবে রবিবার ৮৯ রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে কর্মীসভা ও সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। এসময় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধান সভাপতি, ব্লক সভাপতি-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা সাধারণ নাগরিকদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নিতে এবং প্রকল্পগুলির বিষয়ের সাধারণ মানুষকে অবগত করতে দুয়ারে দুয়ারে পৌঁছাবেন তাঁরা। সেই উদ্দেশ্যে শাসক দলের বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং দলের নেতা-কর্মীরা দু’কোটি পরিবারের কাছে যাবেন। মানুষের কথা শুনবেন, অভাব-অভিযোগের প্রতিকারে সচেষ্ট হবেন। সমীর কুমার পোদ্দার জানান, দলনেত্রীর নির্দেশ মেনেই বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষ সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা ঠিকঠাক পাচ্ছেন তার খোঁজ নেওয়া হবে। তাঁদের সমস্যার কথা শোনা এবং সমাধানে যথাসাধ্য চেষ্টা করা হবে। বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য স্থানের থেকে এখানে ফল খারাপ হয়েছে। দিদি সুরক্ষা কবচ কর্মসূচির অংশ হিসেবে সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধার ব্যাপারে সাধারণ মানুষকে অবগত করানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি পঞ্চায়েত এবং পুরসভায় কোনও দুর্নীতি বা বেনিয়ম হলে তা সরাসরি নেত্রীকে জানানো যাবে।