|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ ধর্মঘট নিয়ে রনক্ষেত্র শিলিগুড়ি মহিলা কলেজে।আজ সকাল এগারোটার সময় শিলিগুড়ি মহিলা কলেজের সামনে AIDSOএবং TMCPমহিলা সমর্থকদের মধ্যে লেগে যায় ধুন্ধুমার লড়াই।সাধারন এক ছাত্রীকে কলেজে ঢুকতে না দেওয়ার সাথে সাথে দুদলের মধ্যে শুরু হয়ে যায় রনক্ষেত্র পরে তা হাতাহাতিতে পৌছে যায়। টি এম সিপি মহিলা সমর্থকদের দাবী একেবারেই জঘন্যতম ব্যাবহার শুরু করেছিল AIDSOর মহিলা ছাত্রীরা। কাউকেই ঢুকতে দিচ্ছিল না তারা। জোরকরে সাধারন ছাত্রীদের বের করে দেওয়া থেকে শুরু করে গায়ে পযর্ন্ত হাত দিচ্ছিল তারা। অন্যদিকে AIDSOর মহিলা ছাত্রীদের দাবী তারা শান্তিপূর্নভাবেই করছিল বনধ্ কিন্তুু টি এম সিপির ছাত্রীরা তাদের উপরে হামলা করে। পালটা জবাব দেয় তারা। তখন আসে মহিলা পুলিশ তারা এসে দুদলকে আলাদা করে দুরে সরিয়ে দেয়।