রং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান।

সুবিদ আলি মোল্লা, উত্তর ২৪ পরগনা : সম্প্রতি ৯ই এপ্রিল মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল মছলন্দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি বার্ষিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি শ্রী প্রসেনজিৎ পাল বলেন ,” মছলন্দপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে মছলন্দপুর ও পার্শ্ববর্তী এলাকা গুলিতে বিভিন্ন রকম সমাজসেবামূলক পরিষেবা প্রদান করা আমাদের মূল লক্ষ্য।” এই দিন পদাতিক মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী তাপস ঘোষ, মসলন্দপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী রাখে হরি ঘোষ, গোবরডাঙ্গা নাবিক নাট্যমের কর্ণধার শ্রী জীবন অধিকারী, ইমন মাইম সেন্টারের কর্ণধার শ্রী ধীরাজ হাওলাদার এবং মছলন্দপুর এর স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ, খেয়ালী, মনীষা, বিজ্ঞান চেতনা মঞ্চের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়। উপস্থিত অতিথিবর্গরা।
অনুষ্ঠান মঞ্চে মসলন্দপুর এর কিছু অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ।সন্ধ্যায় মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বন্ধু পায়েল দে ও তমালিকা বোস। সঙ্গীত পরিবেশন করেন পায়েল কর্মকার ও দিপান্বিতা বিশ্বাস। এরপর নৃত্য পরিবেশন করেন প্রিয়া কুন্ডু। মছলন্দপুরের বহু প্রশংসিত সংগঠন লাস্যশ্রী ডান্স গ্রুপের নৃত্য পরিবেশিত হয় মৌমিতা বিশ্বাস সাধুর নির্দেশনায়। এই দিনের বিশেষ আকর্ষণ ছিল শ্রী ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ও ইমন মাইম সেন্টার এর পরিবেশনায় মুকাভিনয় “লেটস্ থিঙ্ক” যা দর্শকদের মন জয় করে নেয়। শেষ পর্বে অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গা সিম্ফনির বাদ্যযন্ত্র,আবৃতি ও সঙ্গীতের কোলাজ শ্রীমতি গোলকমনি বসুর পরিচালনায়। অনুষ্ঠান শেষে সংগঠনের সম্পাদক শ্রী সৌমিত্র বিশ্বাসের মতে করোনা মহামারীতে রং যেভাবে রং বিনামূল্যে অক্সিজেন, ওষুধ, খাবার এবং বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আগামীতে এই সকল কর্মকান্ডের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা আমাদের মূল লক্ষ্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শ্রী অনুপ মল্লিক।