|
---|
বাইজিদ মণ্ডল, কলকাতা : নানা অনুষ্ঠানের মাধ্যমে লোকমাতা রাণী রাসমণির ২৩২-তম জন্মদিন পালনের উদ্যোগ গ্ৰহণ করেছে লোকমাতা রানী রাসমণি আবির্ভাব তিথি উদযাপন কমিটি। রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্ঘ আশ্রমের সহযোগিতায় আগামী ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন ১৪৩১) শনিবার উত্তর ২৪ পরগণার হালিশহরে রানী রাসমণির পৈত্রিক নিবাস ও নিকটবর্তী চরনন্দনবাটি, শহীদ পল্লী (নদীয়া) রানী রাসমণি ঘাট সংলগ্ন স্থানে এই অনুষ্ঠান ঐতিহাসিক সন্ধিক্ষণ হয়ে থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মুখ্য ব্যবস্থাপক সিদ্ধা নন্দ পুরকাইত। তিনি বলেন, এক বছর আগেও এখানে অনুষ্ঠান হয়েছিল। তবে এবার অনেক বেশি সাড়া পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবার প্রায় ১০ হাজার ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। শোভাযাত্রা সহকারে প্রভাতফেরি হবে চরনন্দনবাটি, শহিদ পল্লী, হালিশহর বাগের মোড়, গোলাবাড়ি প্রভৃতি এলাকায়। বাগের মোড়ে রাসমণির মূর্তিতে মাল্যদান ও আরতির পর মূল অনুষ্ঠান মঞ্চে আলোচনা সভা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বলে জানান। তিনি আরও জানান দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা ছাড়াও রানী রাসমণির জীবনের বহু কীর্তি কিংবদন্তি হয়ে আছে। তিনি বরাবর ন্যায় ও সত্যের পথে সমাজের নিপীড়িত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিদেশি শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করার মত তাঁর সাহস ও বুদ্ধিমত্তা ছিল সেযুগে বিরল ঘটনা। দেশের ধর্ম-সংস্কৃতির ক্ষেত্রেও তিনি নতুন দিশা দেখিয়েছেন। কিন্তু তাঁর অবদান সম্পর্কে আলোচনা অনেক কম হয়েছে। তাই এই অনুষ্ঠান পালনের সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে নিয়মিত চর্চার প্রয়োজন আছে বলে উদ্যোক্তারা মনে করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীসহ বিভিন্ন আশ্রমের মহারাজ রানী রাসমণির দিব্য জীবন সম্পর্কে আলোচনা করবেন। রানী রাসমণি ধাম গঠনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা এবং রাসমণির জীবনাদর্শ নিয়ে আলোচনা করবেন অধ্যাপক ডঃ ভাস্কর মহানায়ক, ডঃ জয়দেব বিশ্বাস, ডঃ কুঞ্জবন বিশ্বাস, আইনজীবী অনিকেত জোয়ারদার, নারায়ণ সরকার, সিদ্ধানন্দ পুরকাইত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ।আয়োজক কমিটির পক্ষ থেকে জাতিধর্ম নির্বিশেষে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।