অধীররঞ্জন চৌধুরীর সভার পরই উত্তপ্ত রানিনগর

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সভার পরই উত্তপ্ত রানিনগর। মিছিলে লোক যেতে বাধা দেওয়ার অভিযোগে সভা শেষে বাম-কংগ্রেস কর্মী-সমর্থকেরা রানিনগর থানা ঘিরে বিক্ষোভ দেখায়। থানার গেট থেকে ভিতরে ইটবৃষ্টিও করা হয়। ওই ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। লাঠিচার্জও করে।