|
---|
উত্তরবঙ্গ: গতকালের ট্রেন দুর্ঘটনাতে আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌছে গেলেন রঞ্জন সরকার।আজ আজ সকাল বেলাতে তিনি তৃণমূল কংগ্রেসের যুব কমিটির সদস্যদের নিয়ে পৌছে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।পৌছিয়েই তিনি আহতদের প্রত্যেকের খোজ নেন আলাদা আলাদা করে।এছারাও তিনি কথা বলেন ডাক্তারদের সাথে,রোগীদেরকে তিনি নিজে কোন সমস্যা তৈরী হলে খবর জানাতে বলেন।
পরে তিনি সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে জানান আমি সবার সাথেই কথা বললাম,আমি জানিয়েছি যদি কোন অসুবিধা হয় যেকোন উপায়ে আমাকে জানিয়ে দিতে।আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাব ওদের যা যা দরকার তা পৌছিয়ে দিতে।এদিন রঞ্জন সরকার আহতদের কাছে ফল এবং অন্যান্য খাবারের জিনিস পৌছে দেন।তিনি আরো বলেন যেকোনো অসুবিধা হলে আমাকে খবর দিতে আমি আমার ছেলেদের দিয়ে সব প্রয়োজনীয় জিনিস পৌছে দেব।এখানে আহতরা থাকবেন যতদিন ততদিন আমার ছেলেরা এখানে থাকবে।যা যা দরকার আমি আমার মাধ্যমদিয়ে পৌছে দেবো।