|
---|
মালদা: মতুয়া সম্প্রদায়ের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে মালদায় এলেন রনজিত সরকার। তৃণমূল সরকারের পক্ষ থেকে রনজিতবাবুকে অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার মালদা শহরের রথবাড়ি মোরে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রনজিত সরকারকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান । এদিন ওই সম্প্রদায়ের মানুষদের নিয়ে মালদায় একটি সংক্ষিপ্ত আলোচনা এবং বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত বিনিময় করেন রনজিত সরকার।
তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রনজিত সরকার বলেন , মতুয়া সম্প্রদায়ের অধীনস্থ নমঃশূদ্র ও উদ্বাস্তুদের অনেক সমস্যা রয়েছে। বহু বছর আগে এই সম্প্রদায়ের মানুষেরাদের সঙ্গে নিয়ে নানাভাবে আন্দোলন করা হয়েছিল। বর্তমান তৃণমূল সরকার মতুয়া সম্প্রদায়ের প্রতি উন্নয়নের উদ্যোগ নিয়ে বিভিন্ন কাজ করছে। এরপর আমাকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে নমঃশূদ্র ও উদ্বাস্তুদের প্রচুর সংখ্যক পাট্টা দেওয়া হয়েছে। নানান সমস্যার সমাধানের ক্ষেত্রে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আমাদের এখন একটাই উদ্দেশ্য এই সম্প্রদায়ের সকলের ঐক্য ধরে রাখা। এবং উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এদিন মালদায় এসে খুব ভালো লেগেছে। এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা আমাকে সম্বর্ধনা জানিয়েছেন। সম্প্রদায় সকলকে নিয়ে নানান বিষয়ে মতামত বিনিময় করা হয়েছে।