|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, চাঁচল: স্বাধীনতার রাতে এক গৃহবধূকে দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠলো মালদহের মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়া জিপি এলাকায়।
এনিয়ে সোমবার চাঁচল থানায় অভিযোগ করেন নির্যাতিতার স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ধর্ষনকালীন চিত্কার করলে দুই নাবালিকা ছেলেমেয়েকে শ্বাসরোধ করে খুন করা হবে। ঘরে ঢুকে বধূকে ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই বিবাহিত যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা বধূর স্বামী পরিযায়ী শ্রমিক। খবর পেয়ে শিলিগুড়ি থেকে ফেরার পর পুলিশে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। ঘটনার জেরে অসুস্থ বধূকে রবিবার সকালেই চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরে অবশ্য বধূকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
বধূর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই বধূর স্বামী উত্তরবঙ্গের শিলিগুড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করেন। লকডাউনে কাজ না থাকায় বাড়ি ফিরে এসেছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুই শিশু সন্তান। বাড়ি বলতে ভাঙাচোরা একটি ঘর, দূর্বল কাঠের দরজা। অভাবে বাড়ীর নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর করা হয়নি।
সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরাতে দিন কয়েক আগে তিনি ফের শিলিগুড়িতে ফিরে যান।
অভিযোগ, শনিবার রাতে স্বামীর এক বন্ধু ও তার সঙ্গী ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। বধূ কিছু বুঝে ওঠার আগেই দুই শিশুর গলায় তারা ছুরি ধরে বলে অভিযোগ। চিত্কার করলে তাদের খুনের হুমকি দিয়ে বধূকে ধর্ষণ করে দুই যুবক বলে অভিযোগ।
তারা মদ্যপ ছিল বলেও পুলিশ জানিয়েছে।
প্রথমে নিজের মান সম্মান ও লজ্জায় বধূ প্রথমে প্রতিবেশীদের কাউকে ধর্ষনের ঘটনা জানাননি।
গোপনে ফোন করে শিলিগুড়িতে স্বামীকে ঘটনার সব কথা জানান তিনি। এরপর বিকেলে বাড়ি পৌঁছানোর পর পুলিশে অভিযোগ জানান স্বামী। তারপর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ধৃতদের মধ্যে এক যুবকের বিরুদ্ধে আগেও অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। স্বভাব চরিত্রও ভালো নয় তাদের।
কুকর্মের জন্য গ্রামে একবার সালিসিসভা ডেকে তার মাথা ন্যাড়া করে দিয়েছিলেন গোটা গ্রাম ঘুরিয়েছিলেন বাসিন্দারা।
এবার ধৃতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গোটা এলাকাবাসী।
বধূর স্বামীও এদিন থানায় অভিযোগ জমা করে গনমাধ্যমকে জানায়, ওদের কঠরতম শাস্তি চাই। নচেৎ এরা আবারও সুযোগ পেলে আবার অন্য কারও সর্বনাশ করবে। এদের কান্ডকীর্তিতে সরব গোটা এলাকা।
চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।