|
---|
মৎস্যজীবীর জালে বিরল প্রজাতির মাছ
কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং : দিন আনা দিন খাওয়া।প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ৬ নম্বর শিকারী পাড়ার বাসিন্দা মৎস্যজীবী চরণ হালদার।অগত্যা রবিবার সকালে জাল নিয়ে মাছ কাঁকড়া ধরার জন্য দরিদ্র এই মৎস্যজীবী বেরিয়ে পড়েছিলেন সুন্দরবনের নদীখাড়িতে। এদিন সকালে সুন্দরবনের হোগল নদীর পুরন্দরপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন। আচমকা নদী থেকে জাল তুলতে গিয়ে সমস্যা হয়। ওই মৎস্যজীবী ভেবে ছিলেন জালে হয়তো কুমির আটকে পড়েছে।ভয়ে ভয়ে সতর্কতার সাথে জাল খুব সাবধানে টেনে নদীর পাড়ে তুলতেই চক্ষু চড়ক গাছ।বিশাল আকৃতির বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২৫ কেজি। নদী থেকে মাছ টি নিয়ে পাড়ার মধ্যে আসলে দেখার জন্য ভীড় জমায় প্রতিবেশীরা। মাছটির বাজার মূল্য কত তা অবশ্য জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা কিশোর দাস জানিয়েছেন পাড়ার লোকজন মাছ কিনে নিয়ে ভাগ বাটোয়ারা করার কথা বলায় মাছ টি আড়ত এই নিয়ে যেতে পারেননি মৎস্যজীবী চরণ হালদার।তবে মাছটির আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।