মাঠে কাজ করতে গিয়ে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের জটিয়াখালী এলাকায়

নিজস্ব সংবাদদাতা : বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ফুলবাড়ি এলাকায়।মাঠে কাজ করতে গিয়ে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের জটিয়াখালী এলাকায় । এলাকার বাসিন্দা নুর ইসলাম নামে এক যুবক জানান , নতুন বাড়ি বানানোর জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা । এরপর হঠাৎই বেরিয়ে আসে সেই বিরল প্রজাতির কচ্ছপটি ।শ্রমিকরা বাড়ির মালিককে জানান এবং ততক্ষণে এলকাবসীদের ভিড় জমে যায় সেই কচ্ছপটিকে দেখতে । খবর দেওয়া হয় বেলাকোবা রেঞ্জ অফিসে । এরপর বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান । কচ্ছপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায় বনদপ্তর । কচ্ছপটির বয়স আনুমানিক দেড়শো বছর।কিভাবে ওই কচ্ছপটি এই এলাকায় এল তা খতিয়ে দেখা হচ্ছে।