|
---|
সেক আতিউল্লা , নতুন গতি, পূর্ব মেদিনীপুর :-পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দীগ্রাম অত্যন্ত জনবহুল এলাকা ।তাই যানজটেরও একটু সমস্যা । নন্দীগ্রাম এলাকার আমগেছিয়াতে রাস্তার বেহাল দশা। ওখানে আজ ঘটলো বিপত্তি। অন্য এক গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তা ধসে গিয়ে ট্রাকটি উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তো এই রাস্তার বিষয়ে ওই স্থানীয় এলাকার প্রশাসনের রাস্তার প্রতি দৃষ্টি আকর্ষন করছি ।