রাস্তায় নয় পুকুরে ভাসছে টোটো

সেখ আব্দুল আজিম : আবারো বিতর্কে টোটো এবার রাস্তায় নয় পুকুরে ভাসছে টোটো শোরগোল পরল হুগলি জেলার বেগমপুর জুড়ে উল্লেখ্য বেগমপুরের পাল পুকুরের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল সেই টোটো টি. রাস্তার বেহাল দশায় সেই রাস্তা থেকে টোটো পরে যায় পুকুরে তৎক্ষণাৎ এলাকার লোকজন উপস্থিত হয় এবং সেই টোটো টিকে তোলা হয়। যদিও যাত্রী না থাকায় বরাত জোরে রক্ষা পায় টোটো চালক.সাথে সাথে ভাইরাল হয় সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে পুকুরে ভাসছে আস্ত টোটো।