|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : রাস্তায় পড়ে থাকা মুমূর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার নজির গড়লেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও সাগরদিঘী থানা।মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের ছামুগ্রাম সংলগ্ন প্রধান রাস্তার উপর পড়ে থাকা এক অচেতন মুমূর্ষ রোগীকে দেখে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মীর জসিম আলী (বুম্বা) এগিয়ে যায় সাহায্যের জন্য। সে তড়িঘড়ি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও মির্জা জজবুল কে খবর টা দেন এবং তাঁদের সহযোগীতায় একটি অ্যাম্বুলেন্স জোগাড় করা হয় অতঃপর সম্পূর্ণ ঘটনাটি সাগরদিঘী থানার ASI সুমন পাল মহাশয় কে জানালে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার তত্ত্বাবধানে রোগীকে অ্যাম্বুলেন্স করে সরাসরি সাগরদিঘী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সাগরদিঘী থানার ASI সুমন পাল মহাশয় এর সহযোগীতায় রোগীর পরিবারের খোঁজ মেলে জানা যায় রোগীর নাম ভকত টুডু, বাড়ি – নরসিংহপুর আদিবাসী পাড়া। বর্তমানে রোগীর পরিবারের হাতে রোগীর দায়িত্ব তুলে দেওয়া হয়।