রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান : কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল অভিনব কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা : ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা দেবযানী গুহ মহাশয়ার উদ্যোগে একদিনের একটি অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হল। RUSA Component-10 (Entrepreneurship & Career Hub)- Education and Future Entrepreneurship of Girl Child Labourer’ শীর্ষক প্রকল্পের পরিসমাপ্তি মূলক এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় অধ্যাপক (ড.) মানস কুমার সান্যাল মহাশয়। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস্ ও ট্রাফিকিং-এর শ্রীমতী মধুমিতা হালদার এবং নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বারি মহাশয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এবং উন্নয়ন আধিকারিক মহাশয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি শিশুশ্রমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালকবর্গ। এছাড়াও শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক এবং ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে সাগ্রহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনাপর্বে অধ্যাপিকা দেবযানী গুহ প্রকল্প সম্পর্কে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন। মাননীয় উপাচার্য অধ্যাপক (ড.) মানস কুমার সান্যাল তাঁর ভাষণে প্রকল্পটির সার্থক রূপায়ণের জন্য বিভাগীয় প্রধানসহ প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এধরণের আরও প্রকল্প গ্রহণের উৎসাহ প্রদান করেন। শ্রীমতী মধুমিতা হালদার মহাশয়া শিশুশ্রম ও শিশুপাচার বিষয়ে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা সকলের সঙ্গে বিনিময় করেন এবং বর্তমান সময়ে এই ধরণের প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরেন। ছাত্র-গবেষক-শিক্ষক ও আধকারিক সকলের উজ্জ্বল উপস্থিতি এবং সানন্দ মত বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে ওঠে।