|
---|
লুতুব আলি, নতুন গতি : রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রশিক্ষণ শিবির আসানসোলে । রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রকল্পের অধীনে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আসানসোলে। ২৫ জুলাই আসানসোলের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম, অতিরিক্ত জেলাশাসক শিক্ষা সঞ্জয় পাল, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ , অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন, আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান প্রমুখ। এই কৃষক প্রশিক্ষণ শিবিরে আলোচিত হয়: বছর বছর বৃষ্টির অপ্রতুলতার জন্য কম জল লাগে সেই ধরনের বিকল্প চাষের জন্য দিশা দেখানো হয়। এছাড়াও এই প্রকল্পের অধীন ঝুঁকি প্রশমন, কৃষি অবকাঠামো তৈরির মাধ্যমে কৃষি ব্যবসা উদ্যোক্তা প্রচারের পাশাপাশি কৃষকদের উৎসাহিত করা হয়। উৎপাদনশীলতাকে উৎসাহিত করা এবং মূল্য শৃংখল সংযোজন যুক্ত উৎপাদন মডেলের প্রচারের মাধ্যমে কৃষকদের তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করার ব্যাপারেও আলোচিত হয়। এই প্রকল্পের অধীন আরও অন্যান্য দিকগুলি নিয়েও কৃষক প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়।