|
---|
রোদ্দুর ইসলাম: মেমারি,১৯ মার্চ: বাঁকুড়া জেলার রসুলপুরে ভোর,মাদল ও অনুভব পত্রিকার উদ্যোগে গুনীজন সম্বর্ধনা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয় ১৯ মার্চ, রবিবার ভোর,মাদল,অনুভব পত্রিকার সম্পাদক এবং ভোর প্রকাশনীর কর্ণধার অনুভব আহমেদ তথা জনাব ফকরুদ্দিন আলি আহমেদ সাহেবের ঐকান্তিক উদ্যোগে এবং আন্তরিক আতিথেয়তা পূর্ণ সাহিত্য সভায় গুনীজন সম্বর্ধনা ও কবিতা পাঠের আসর বাঁকুড়ার রসুলপুরে আয়োজিত হয় রবিবার ১৯ মার্চ। সারাদিন ব্যাপী এই মহতী সাহিত্য সভায় গুনীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়।একই সঙ্গে প্রায় ৭৫ জন কবি কবিতা পাঠ করেন। বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর সঞ্চালনার পঞ্চাশ বছর পূর্তি তথা অর্ধ শতাধিক বর্ষ মঞ্চ সঞ্চালনায় বিচরণ করা কে স্মরণ করে তাঁকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সম্বর্ধিত গুনীজনদের মধ্যে ছিলেন ডঃ সেখ জাহির আব্বাস, সৈয়দ হাসনে আরা বেগম,সুফি রফিক উল ইসলাম, কাজী জুলফিকার আলি,সেখ হাসানুজ্জামান, সেখ সাবের আলি, সুপ্রকাশ চৌধুরী, অনির্বাণ হাজরা, চায়না খাতুন, নার্গিস পারভিন, দেবলীনা রায়, মোমিনুল ইসলাম, আবু সামাদ, আজিবুল সেখ, রাজিবুল হক মন্ডল,নিখিল কুমার প্রামানিক, রাজকুমার সরকার,ঈদ মহম্মদ প্রমুখ প্রায় পঁচিশ জন গুনী ব্যক্তিত্ব। এই মঞ্চেই বিশিষ্ট সঞ্চালক ও কবি সেখ জাহাঙ্গীরের প্রথম কাব্যগ্ৰন্থ আধেক আকাশ প্রকাশিত হয়। অনুষ্ঠানের সভাপতি আকবর আলি, প্রধান অতিথি আব্দুল হালিম, বিশেষ অতিথি শ্যামাপ্রসাদ চৌধুরী,ডঃ সেখ জাহির আব্বাস প্রমুখের সঙ্গে কবি সেখ জাহাঙ্গীর ও প্রকাশক অনুভব আহমেদ আধেক আকাশ এর মোড়ক উন্মোচন করেন। উপরিউক্ত গুনীজন ও সন্মানীয় ব্যক্তিবর্গ ছাড়া সেখ মহম্মদুল হক, মঞ্জরী খাতুন,সেখ নাসিবুল, বিকাশ যশ,রূপা দত্ত,সেখ ইসমাইল, জয়দেব সাঁতরা, সুখদেব দাস প্রমুখ প্রায় পঁচাত্তর জন এই মহতী সাহিত্য সভায় কবিতা পাঠ,বক্তব্য ও আলোচনায় অংশ গ্ৰহন করেন এই মহতী সাহিত্য সভায়। সমগ্ৰ অনুষ্ঠানটিতে সঞ্চালনার মূল দায়িত্ব পালন করেন সেখ জাহাঙ্গীর।