|
---|
লুতুব আলি, নতুন গতি : রসুলপুরে কলানবগ্রাম সার্কেলের কর্মীর বিদায়ী সম্বর্ধনা। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন কলা নবগ্রাম সার্কেলের কর্মী মানিক লাল ভট্টাচার্যের অবসর গ্রহণ হলো ৩১ আগস্ট। মানিক লাল ভট্টাচার্যের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয় রসুলপুরে কলা নবগ্রাম সার্কেলের অফিসে। এই বিদায়ী সম্বর্ধনা সভায় পৌরহিত্য করেন অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সৌম্য মন্ডল। এই বিদায়ী সভার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, মানিক বাবু ছিলেন অত্যন্ত সজ্জন, নিষ্ঠার সঙ্গে তিনি অফিসের সব কাজকর্ম সামাল দিতেন। নবগ্রাম সার্কেলের শিক্ষক মোঃ জাহাঙ্গীর বলেন, মানিকবাবু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের সকলের কাছে ছিলেন তিনি অত্যন্ত প্রিয়। কলা নবগ্রাম সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের প্রিয় মানিক বাবুকে চোখের জলে বিদায় জানান। সার্কেল অফিস ও সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের সাধ্যমত উপহার সামগ্রী দিয়ে মানিক বাবুকে বিদায় জানান। এদিনের অনুষ্ঠানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সকলেই মানিক বাবুর প্রশংসা করেন। অনুষ্ঠানে সাবলীলভাবে সংগীত পরিবেশন করেন কলা নাবগ্রাম সার্কেলের প্রধান শিক্ষক, বিশিষ্ট সংগীত শিল্পী বিকাশ ভট্টাচার্য।