রসুলপুরে রাস্তার অবস্থা বেহাল, সমস্যায় এলাকাবাসী

নূর আহমেদ : পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি ১ ব্লকের নিমো ১ গ্রাম পঞ্চায়েতে রসুলপুর উত্তরবাজার মাঠপাড়ার রাস্তার হাল একদমই বেহাল। বৃষ্টি হতেই রাস্তা চলে গেছে জলের তলায়। বৃষ্টি যদি আরো বারে জলের উচ্চতা বাড়তে থাকবে তখন রাস্তা দিয়ে চলাচল করাটাই সমস্যার কারণ হবে বলে এলাকাবাসীর অভিযোগ। এমনকি ড্রেন তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে। রাস্তার থেকে উঁচু ড্রেন, এমনকি ড্রেন দিয়ে জল পাশ হয় না, জমে থাকে আবর্জনা। ফলে জন্মায় মশা। এই রাস্তা দিয়েই বাচ্চাদের যেতে হয় স্থানীয় অঙ্গনওয়াড়ী স্কুলে। এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত সদস্য ও সদস্যাদের মৌখিক জানিয়েছেন কিন্তু ফল হয়নি কোন। এলাকাবাসীর দাবী দ্রুত সমাধান হোক সমস্যার।

    এবিযয়ে নিমো ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি শর্মা বলেন, রসুলপুর উত্তরবাজার মাঠপাড়ার এলাকাটি এমনিতেই নীচু এলাকা তাই জল হলে রাস্তা ডুবে যায়। বিষয়টি পঞ্চায়েতের নজরে আছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।