|
---|
আজিম শেখ,নতুন গতি: রাত পোহালেই রাখিবন্ধন উত্সব। শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, উদ্দীপনা গোটা দেশ জুড়ে। বিশ্বায়নের যুগে দূরে থাকা ভাইয়ের হাতেও বোন পড়িয়ে দিচ্ছেন রাখি। পাড়ায় পাড়ায় স্থায়ী, অস্থায়ী নানা দোকানে হরেক রকমের রাখি। মোটু-পাতলু, ডোরেমন, ছোটা ভিমের পাশাপাশি রাখিতে এবার হাজির মোদী-মমতাও। আলিপুরদুয়ার বড়বাজারে মোদি ও মমতা রাখি নজর কেড়েছে সকলের। এর পর দু দলের দু ই রঙ এর সূতো। রাখি বিক্রেতা সাফ জানালেন, মোদি ও মমতা দুজনের রাখিই ভালো চলছে। প্রতি বছর শ্রাবন মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। বোনেরা তাদের ভাইদের হাতের সুন্দর সুন্দর পবিত্র সূতা বেঁধে দেয় যা ‘নিরাপত্তা ও রক্ষা বন্ধন’ চিহ্ন হিসেবে পরিচিত।
দোকানগুলি সেজে উঠেছে রঙ বেরঙের পসরায়। আট থেকে আশি- সব রকম মানুষের পছন্দের রাখি। যূযূধান দুই প্রধান পক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র সারথী মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির ছবি সহ আকর্ষণীয় রাখিও বিক্রি হচ্ছে এবার ।