|
---|
সংবাদদাতা : সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য ও রক্তযোদ্ধা সামাদ সেখের উদ্যোগে এবং ট্রাস্টের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আজিমগঞ্জ সিটি ও জংশন রেলস্টেশন চত্ত্বরে অভুক্তদের জন্য রাত্রির খাবারের যোগান দেওয়া হলো। আজ রাত্রিবেলায় সাগরদিঘী থেকে খাবারের প্যাকেট নিয়ে রওনা দেয় ট্রাস্টের সম্পাদক ও সকল সদস্যরা। তারপর আজিমগঞ্জ স্টেশনে পৌঁছে তারা সেখানে বহু অভুক্ত মানুষের হাতে তুলে দেয় খাবারের প্যাকেট,সাথে একটি করে জলের বোতলও। শুধু ষ্টেশনে নয় খাবার তুলে দেওয়া হয় সদর ঘাট এলাকার কিছু মানুষের মধ্যেও। প্রায় ১০০ জন মানুষের মধ্যে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট। কারণ বিভিন্ন ষ্টেশন চত্বরে বহু মানুষকে দেখা যায় আর্থিক কারণে হোক বা অন্যান্য কারণে অনেক মানুষ অভুক্ত অবস্থাতেই রাত্রি কাটান, জোটেনা মাথা গোঁজার ঠাঁই অনেক সময় দুবেলা দুমুঠো খাবার। আর এই সমস্ত মানুষের জন্য অল্প কিছু করতে পেরেও খুব ভালো লাগে। তাই আমরা সবসময় চেষ্টা করি মাঝে মধ্যেই এরকম কর্মসূচি করার।”