|
---|
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : থানার অন্তর্গত রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো চন্ডীতলা ১ নম্বর ও দু নম্বর ব্লকে। কচিকাঁচা থেকে বড়রা এমনকি বয়স্ক মহিলারা রথের দড়িতে টান দিলেন। বাতাসা উড়াল আকাশে ক্যাচ ধরতে নিচে প্রসাদ ও সকলে কুড়িয়ে গ্রহণ করলেন।। প্রসঙ্গত নবাবপুর অঞ্চলের রথযাত্রা নয় বিভিন্ন উৎসবে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে বহু বছর ধরে।
উল্লেখ্য বয়স্ক পুরুষ এবং মহিলারা জানালেন অত্যন্ত খুশি আজ রথযাত্রা উপলক্ষে। চন্ডীতলা থানার আইসি অনিল কুমার রাজের সিভিক এবং রাফ এর টহলধারী ছিল সর্বত্র।