|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর রথতলা ডি .এন .হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এর দিন জাতীয় শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি পুরুস্কার পেলেন। ডক্টর সুভাষ চন্দ্র দত্তকে ৭ই সেপ্টেম্বর দিল্লী থেকে ফেরার সময় বর্ধমান রেলওয়ে স্টেশনে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথো বিশিষ্ট সমাজসেবী খোকন দাস এর উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হোলো .উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথো বিশিষ্ট সমাজসেবী খোকন দাস,বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সহ প্রমুখ। ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বললেন,আমি এই সম্বর্ধনা পেয়ে খুব খুশি।