|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ রেশন কার্ড আধার কার্ড ভোটের কার্ড অন লাইন এর মাধ্যমে ভুল সংশোধন ও অন লাইন ভেরিফিকেশন এর ক্যাম্প করা হল তৃণমূল পার্টি অফিসে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসর সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। কাঞ্চন কাজী জানালেন ক্যাম্প আর কোথায় হয়নি শুধু আমার অফিস এ হচ্ছে। প্রচুর মানুষ এর সমাগম শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে ।