|
---|
মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার থেকে রেশন দোকানে পেঁয়াজ পাবেন ।
নতুন গতি, ওয়েব ডেস্ক: এবার রেশন দোকান থেকেও প্রায় হাফ দামেরই অনেক কম দামে পিঁয়াজ বিক্রি করবে রাজ্য সরকার। রবিবার খাদ্যভবনে পেঁয়াজ নিয়ে জরুরি বৈঠকের পর একথা জানান রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।
জানা গিয়েছে, পেঁয়াজের আকাশছোঁয়া দামের কারণে আপাতত পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে ৯৩৫টি কাউন্টার থেকে বিক্রি করা হবে। কেজি পিছু দেওয়া হবে ৫০ টাকা ভর্তুকি। প্রতি পরিবারের জন্য এক কেজি করে পেঁয়াজ বরাদ্দ করেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার খাদ্যভবনে বৈঠকে বসেছিলেন কৃষি দফতরের সমস্ত আধিকারিকরা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত না থাকলেও হাজির ছিলেন দফতরের সহ-সচিব, আধিকারিক, রেশন ডিলার অ্যাসোশিয়েশনের কর্তারা এবং সেলফ হেলফ গ্রুপের প্রতিনিধিরাও।
খোলাবাজারে পেঁয়াজ অগ্নিমূল্য। দাম উঠছে কেজি-প্রতি ১২০ থেকে ১৩০ টাকা। পাইকারি বাজারে পেঁয়াজ কার্যত উধাও। যেখানে পোস্তা পাইকারি বাজারে নাসিক-সহ দক্ষিণের রাজ্যগুলি থেকে প্রতিদিন দশ থেকে পনেরো গাড়ি পেঁয়াজ আসে, গত মঙ্গলবার এসেছে মাত্র ছ’গাড়ি। আবার শিয়ালদহ বাজারে মাত্র এক গাড়ি পেঁয়াজ এসেছে। কম আমদানির জেরে খোলাবাজারে দামও উঠছে লাফিয়ে-লাফিয়ে।
এই পরিস্থিতিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত আগেই জানিয়েছিল রাজ্য। সেই মতো রাজ্য সরকার ‘সুফল বাংলা’র দোকানে সস্তার পেঁয়াজ জোগানে নিজেরাই কিনছে ১০২ টাকা কেজি দরে। তবে বিক্রি করা হচ্ছে ৫৯ টাকা কেজি দরেই। আরও বেশি সংখ্যক মানুষকে স্বস্তি দিতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্তের পর এবার রেশন দোকান থেকেও কম দামে পেঁয়াজ বিক্রি করবে রাজ্য।