ত্রাণ ও রেশন সামগ্রী নিয়ে কালোবাজারি দুর্নীতি বন্ধ করতে স্বরাজ ইন্ডিয়ার চিঠি মুখ্যমন্ত্রীকে।

নিজস্ব সংবাদদাতা: করোনায় ত্রাণ বণ্টন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার,অভিযোগ  জানানো হচ্ছে। রেশনে কম জিনিস দেওয়া, প্রাপ্য খাদ্য বস্তু না দেওয়া,  পরে দেওয়ার নাম করে ঘুরিয়ে দেওয়া, এমনকি ত্রাণ সামগ্রী পাচার করা পর্যন্ত নানারকম অভিযোগ করা হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও ব্যাপারটা নিয়ে হুশিয়ারি দিয়ে জানিয়ে ছিলেন, রেশনের ত্রান সামগ্রী বণ্টন নিয়ে কোনও অভিযোগ এলে সামাল দিতে হবে

    মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে  স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারন সম্পাদক অভীক সাহা চিঠি দিয়ে আর্জি পেশ করেছেন,যাতে তিনি ,রেশন ব্যাবস্থার ওপর নজর দেন।রাজ্যস্তরে ও জেলাস্তরে সর্বদলীয় করোনা কমিটি গড়ে তুলে দল ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পরিস্থিতি সামাল দিতে যাতে সামগ্রিকভাবে পদক্ষেপ নেওয়া হয় তার দিকে নজর দিতে বলেছেন।চিঠিতে তিনি লিখেছেন, একের পর এক জেলা থেকে খবর আসছে,বিভিন্ন জেলা থেকে মানুষ রেশন সামগ্রী না পেয়ে তাদের সমস্যা জানাচ্ছে।প্রচারমাধ্যমগুলিতে ও তা উঠে আসছে।এই ক্ষেত্রে কেবলমাত্র মুখ্যমন্ত্রীর আদেশ বা তার সাংবাদিক সম্মেলনে দেওয়া বিবৃতিতে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।এই কারণে খোলা বাজারে রেশনের খাদ্য বস্তু চলে যাওয়া ও কালোবাজারি দুর্নীতি আর যাতে না হয় তার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে দাবী জানান।উল্লেখ্য একই দাবি বিভিন্ন অন্য দল গুলির থেকেও উঠে এসেছে।

    সংবাদ সৌজন্যে :বার্তা সাম্প্রতিক
    http://bartasamprotik.blogspot.com/2020/05/blog-post_29.html